ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমানা আফরোজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, মেয়র রেজাউল কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. খালিদ সাইফুল্লাহ্, কৃষি অফিসার প্রকাশ চন্দ্র সরকার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, মৎস কর্মকর্তা আবু সাঈদ, নির্বাচন কর্মকর্তা জাহিদুর রহমান, থানার ওসি সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা সহ বিভিন্ন অফিস কর্মকার্তা শিক্ষার্থী ও স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ ।
পরে প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এর আগে সকালে একটি র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
বিকালে মেলার সমাপনী ও পুরস্কার বিতরন করা হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।