ধূমকেতু সংবাদদাতা : বাংলা নতুন বছর উপলক্ষে ভিস্টন ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে এক আনন্দ র্যালি এর আয়োজন করা হয়। যা গাজীপুরের টংগীতে তিলারগাতি অজিহা ইলেকট্রনিকস থেকে শুরু হয়ে খৈরতল গাজীপুরা মিশন ইলেকট্রনিক্স এ শেষ হয়।
ইলেক্ট্রনিক্স পণ্য বাজারজাত কারী এই কোম্পানির আনন্দ র্যালীতে ডিস্ট্রিবিউটর পার্টনার সহ সাধারণ ক্রেতা অংশ নেন। শনিবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় শুরু হওয়া আনন্দ র্যালীতে প্রায় শতার্ধ শুভাকাংক্ষী অংশ নেয়।
এসময় উপস্থিত ছিলেন, ভিস্টন ইলেক্ট্রনিক্স এর চেয়ারম্যান শরিফুল ইসলাম ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান, ডিরেক্টর শ্রী লোকনাথ বসাক, মিডিয়া ডিরেক্টর মনিরুল ইসলাম রাজিবসহ অজিহা ইলেকট্রনিকস এর প্রোপাইটর আলামিন শেখ।
আনন্দ র্যালী শেষে কোম্পানির ব্যাবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান বলেন, ভিস্টন দেশীয় ইলেক্ট্রনিক্স পণ্যের সাধারণ মানুষের চাহিদা মেটাতে এসেছে এবং সেই সাথে ইলেকট্রনিকস ব্যাবসাকে নতুন পথে দেখিয়ে নিয়ে যেতে ব্যতিক্রমি পলিসি নিয়ে আসছে ভিস্টন যা ভবিষ্যতে অন্যান্য কোম্পানি ও একই পথ অনুসরণ করে স্মার্ট বাংলাদেশ গরতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, আমাদের প্রতিষ্ঠান খুব অল্পদিন আগে যাত্রা শুরু হলেও ভোক্তাদের মন জয় করতে সক্ষম হয়। আশা করছি দেশীয় উৎপাদনে দেশী পণ্য ভোক্তাদের চাহিদা পুরণ করতে সক্ষম হবে এবং ভোক্তাদের ভালবাসায় আমরা অনেকদুর পর্যন্ত এগিয়ে যাবো।
আনন্দ র্যালী শেষ এ দেশীয় আপামর কল্যানে দোয়া অনুষ্টিত হয়।