ধূমকেতু প্রতিবেদক, মান্দা : পরিবারের সঙ্গে ঈদ পালন করতে কর্মস্থল রাজশাহীর বাঘা উপজেলা থেকে মোটরসাইকেলে নিজ গ্রামে ফিরছিলেন মোয়াজ্জেম হোসেন (৩৮)। সঙ্গে ছিলেন স্ত্রী মিনা বেগম (২২) ও একমাত্র ছেলে (০২)। কিন্তু বাড়ি ফেরা হয়নি তাঁদের।
পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান মিনা বেগম। গুরুতর আহত অবস্থায় মোয়াজ্জেম হোসনকে উদ্ধার করে নেওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সৌভাগ্যক্রমে অক্ষত ছিল এ দম্পতির একমাত্র ছেলে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর মোড়ের অদুরে পিকআপের ধাক্কায় হতাহতের এ ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার এ দম্পত্তি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভীমপুর গ্রামের বাসিন্দা।
এ দম্পতির পরিবার সূত্রে জানা গেছে, আহত মোয়াজ্জেম হোসেন রাজশাহীর বাঘা উপজেলায় সমাজ কল্যান নামে বেসরকারি একটি সংস্থায় চাকরি করেন। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য স্ত্রী-সন্তানকে নিয়ে মঙ্গলবার সকালে মোটরসাইকেলে বাঘা থেকে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে দুুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তাঁর স্ত্রী মিনা বেগম।
মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই মিনা বেগমের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত মিনা বেগমের স্বামী মোয়াজ্জেম হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় রামেক হাসপাতালে রেফার্ড করা হয়।