ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রাজু আহমেদের হাতে খন্দকার ফরহাদ হোসেন নামের এক সহকারী শিক্ষক লাঞ্চিত হয়েছে।
রোববার (২১ মে) বেলা ২ টার দিকে ওই বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। রাজু আহমেদ এবি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ওই বিদ্যালয়ের সাবেক ছাত্র।
জানা যায়, ওই সহকারী শিক্ষক কয়েকদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তার বেতন কর্তনের কথা বলেন। বিষয়টি ওই শিক্ষক স্থানীয় সংসদ সদস্যকে অবহিত করলে সাংসদ বেতন কর্তন নাকরার জন্য সভাপতিকে বলেন। রোববার ওই সময় সভাপতি বিদ্যালয়ের অফিস রুমে এসে ওই শিক্ষককে এমপির কাছে নালিশ করার কথা জিজ্ঞেস করলে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে তা হাতাহাতিতে রুপ নেয়। বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উত্তেজিত হলে লালপুর থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের এক শিক্ষক উভয়ের মধ্যে কথা-কাটাকাটির বিষয়টি স্বীকার করলেও হাতাহাতির ঘটনা অস্বীকার করে জানান, উভয়েরই কিছু ভুল ছিল তবে বিষয়টি মিমাংসা হয়ে গেছে।
এ বিষয়ে ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজু আহমেদ হাতাহাতির ঘটনা অস্বীকার করে জানান, উনি আমার শিক্ষক ছিলেন, কিছু ভুল বুঝাবুঝির কারণে একটু কথা কাটাকাটি হয়েছে তবে তা সাথে সাথে বসে মিমাংসা করা হয়েছে।