ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় ভটভটি-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মতিউর রহমান (৭৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ জুন) বেলা ১১ টায় নজিপুর ধামারহাট সড়কের মোবারকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন, জয়পুরহাট সদরের আলম হোসেন (৬০), জয়পুরহাট সদরের হাফিজুর রহমান (৬০) ও পত্নীতলার ফাতেমা (৪৫)।
আহতদের উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে অবস্থা আশঙ্কা জনক দেখে উন্নত চিকিৎসার জন্য রামকে হাসপাতালে রেফার্ড করা হয়।
পত্নীতলা ফায়ার স্টেশন ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ১ আহত ৩ খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি কোন অভিযোগ না থাকায় থানা পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।