ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : জেলার শ্রেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরষ্কারে ভূষিত হওয়ায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনকে সংবর্ধনা দিয়েছে ইউপি চেয়ারম্যানরা।
বুধবার (২৮ জুন) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা ইউপি চেয়ারম্যান ফোরামের সম্পাদক ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তার হাতে ক্রেস্ট তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, আলিনগর ইউপি চেয়ারম্যান একেএম মাসুম, বাঙাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল ও চৌডালা ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব।
এসময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।