ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : ডিজিটাল ও স্মার্ট ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে সোনালী ব্যাংক পিএলসি, বদলগাছী শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৭ জুলাই) শাখার নিচ তলায় স্থাপিত এটিএম বুথ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোনালী ব্যাংক পিএলসি বদলগাছী শাখার ম্যানেজার এস.এম. রাশেদুল ইসলাম এর সভাপতিত্বে এটিএম বুথ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলপনা ইয়াসমিন।
বিশেষ অতিথি ছিলেন, বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, নওগাঁর এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আহসান রেজা ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন বনিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।