ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার নবাগত জেলা প্রশাসক আসাদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার (৩১ জুলাই) আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সুজানগরের জনপ্রতিনিধিরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে নবাগত জেলা প্রশাসক আসাদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এসময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান উজ্জল, সুজানগর পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা।
আরও উপস্থিত ছিলেন, সুজানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সুজানগর উপজেলার দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম।
এছাড়াও সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, সুজানগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার উপস্থিত ছিলেন।