ধূমকেতু প্রতিবেদক, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র্যাব-৫ এর অভিযানে ২০২৫ লিটার দেশীয় মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ দৃ’জনকে আটক করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ রাজশাহীর প্রেসরিলিজ থেকে জানানো হয় যে, ৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১টা ও বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ এর একটি অভিযানিক দল গোপণ সংবাদের ভিত্তিতে উপজেলার কসবা ইউনিয়নের কালইর মধ্যবাজারের লবিন মুর্মুর ছেলে সুনিল মুর্মু ও ভাঙ্গী মুর্মুর ছেলে কবিরাজ মুর্মুর বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০২৫ লিটার দেশীয় চোলাই মদ (চুয়ানী) এবং মদ তৈরীর উপকরণসহ তাদেকে ঘটনাস্থল থেকে আটক করে।
এ ব্যাপারে নাচোল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের হয়েছে।