ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎপৃষ্টে সুমন আলী (১৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা রহনপুর ইউনিয়নের বংপুরে মেসার্স নজরুল অটোরাইস মিলে কাজ আর সময় বিদ্যুৎতায়িত হয়ে ওই শ্রমিক মারা যায়। অন্য শ্রমিকরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ওই ব্যক্তি ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
এ বিষয়ে গোমস্তাপুর থানার (ওসি) অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, বিষয়টি মিল কর্তৃপক্ষ গোপন করার চেষ্টা করেছে। আমরা অবহিত হয়ে সেখানে পুলিশ পাঠিয়েছি।
এ বিষয়ে মিল মালিক খাদেমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে বিষয়টির সুরাহা করা হয়েছে।