ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে বিশ্বহাত ধোয়া দিবস পালিত পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে রোববার (১৫ অক্টোবর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে একটি র্যালী উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা কেজি স্কুলে সমবেত হয়।
সেখানে শিক্ষার্থীদের সাবান দিয়ে হাত ধুইয়ে দেন ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু ও শারমিন সুরভী।
ইউএনও আবু হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজহার আলী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. ফরহাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার, জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মিলন কুমার, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ড্যানিস তপ্ন, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক নুরুল ইসলাম, সাংবাদিক উজ্জল হোসেন, মোস্তাফিজুর রহমানবাবু প্রমুখ।
পরে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।