ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হল রুমে উপজেলা পরিষদ এ মতবিনিময় সভার আয়োজন করে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য ইমাজ উদ্দিন প্রামাণিক।
সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী।
এসময় উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য প্রদ্যুৎ কুমার ফণি, সাবেক চেয়ারম্যান ব্রজেন্দ্রনাথ সাহা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রবীণ কুমার দাস, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্ত প্রমুখ।
শেষে এমপির তহবিল থেকে বরাদ্দকৃত অর্থে প্রত্যেক মণ্ডপে নারিকেল, শাড়ী ও নগদ টাকা বিতরণ করা হয়।
এদিকে একইদিন বিকেলে পরিষদ মিলনায়তনে পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, উপজেলার ১৪ ইউনিয়নে এবারে ১৩০টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।