ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর (নন্দীপুর) ইউনিয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাভোগীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে রহনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে রংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব।
প্রধান অতিথি ছিলেন, এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, প্রধান শিক্ষক তোফিজুল ইসলাম প্রমুখ।