ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীতে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব) এর অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডিআইজি ইমতিয়াজ আহমেদ তার গ্রামের বাড়ি আধাইপুর ইউনিয়নের বেগুনজোয়ার গ্রামে পৌঁছালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সাবেক আইজিপি তৈয়ব উদ্দীনের পুত্র র্যাবের এডিজি ইমতিয়াজ আহমেদ তার প্রয়াত চাচা মৃত আব্দুল হামিদের দোয়া মহফিল অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাঁর গ্রামের বাড়ি আসেন। পরে প্রয়াত চাচার কবর জিয়ারত শেষে গ্রামের মুসল্লিদের সাথে বেগুনজোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাবারে অংশগ্রহণ করেন।
এসময় ইমতিয়াজ আহমেদের সঙ্গে ছিলেন র্যাব ৫ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল মোত্তাকিম ও জয়পুরহাট র্যাব কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠানে নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম অংশগ্রহণ করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, বালুভরা ইউনিয়নের চেয়ারম্যান শেখ আইন উদ্দিন ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তি বর্গসহ নওগাঁ জেলা ও উপজেলা গণমাধ্যমকর্মীরা।