ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে পুলিশের কাজে বাঁধা দেয়ার অপরাধে বিএনপি নেতাসহ ১৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ওই মামলায় ২০/২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে রোববার ২৮ মার্চ রাতে মামলাটি দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তারকৃত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের চাচাতো ভাই জুয়েল রানা ও উপজেলার নুনদহ গ্রামের আব্দুর রহিমের ছেলে রবিউল ইসলামকে সোমবার ২৯ মার্চ বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, রোববার ২৮ মার্চ হেফাজত ইসলামী বাংলাদেশ এর সকাল-সন্ধ্যা হরতাল চলাকালিন বিকেল সাড়ে ৩ টায় নন্দীগ্রাম পৌর এলাকার মাঝগ্রাম পুরাতন রেজিস্ট্রি অফিস মোড়ে রাস্তার উপর বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর বেলায়েত হোসেন আদরের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা বাঁশের লাঠি, কাঠের বাটাম ও দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এদিকে হরতালের বিপক্ষে ছাত্রলীগ মিছিল বের করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এ খবর পেয়ে থানার এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রæত সেখানে যায়। পরে তারা এসআই রেজাউল করিমসহ সঙ্গীয় ফোর্সদের আঘাত করে। সে সময় থানা পুলিশ ২ জনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে।