ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রামে নেদারল্যান্ডের সহযোগিতায় পরিচালিত ভাটরা খাঁন চৌধুরী ডাচ্ সংঘের ব্যবস্থাপনায় শতাধিক কর্মহীন অসহায় দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ১০ কেজি চাল, মাস্ক ও ২৫০ টাকা বিতরণ করা হয়েছে।
সোমবার ১০ মে দুপুর ১২টায় উপজেলার ভাটরা ইউনিয়নের ভাটরা ঈদগাহ মাঠে এ মানবিক সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ভাটরা খাঁন চৌধুরী ডাচ্ সংঘের সভাপতি গোলাম কিবরিয়া খান চৌধুরী, সাধারণ সম্পাদক কে এম ফারুক ও নির্বাহী সদস্য মিনারুল ইসলাম খান চৌধূর পল্লবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভাটরা খাঁন চৌধুরী ডাচ্ সংঘের সভাপতি গোলাম কিবরিয়া খান চৌধুরী বলেন, নদী ভাঙ্গন এলাকার অনেক মানুষ এই এলাকায় অশ্রয়ের জন্য এসে স্থায়ী ভাবে বসবাস করছে। এলাকাটি উপজেলার প্রতন্ত অঞ্চল হওয়ায় কোন সংগঠনের সাহায্য সহযোগিতা পায়না এই এলাকার দুস্থ অসহায় মানুষেরা।