ধূমকেতু নিউজ ডেস্ক : কিশোরগঞ্জের করিমগঞ্জে অস্ত্র ও গুলিসহ মো. মিহাদুল ইসলাম (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
বৃহস্পতিবার (৩ জুন) ভোরে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব-১৪ এর কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার এম শোভন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজ ও একটি চাকুসহ মো. মিহাদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র নিয়ে প্রভাব বিস্তার করে আসছিল বলে স্বীকার করেন। তার বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।