ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধে র্যাব সদস্যরা মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ র্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ কেজি ৯’শ গ্রাম গাঁজাসহ আব্দুল মালেক (৩০) নামে একজনকে আটক করেছে।
সোমবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া এলাকায় এ অভিযান চালায় র্যাব সদস্যরা।
আটককৃত আব্দুল মালেক শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ সর্দার টোলা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা জানতে পারে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাতরশিয়া দক্ষিনপাড়া গ্রামের জনৈক উজ্জল চেয়ারম্যানের বাড়ীর সামনে মাদবদ্রব্য বিক্রয় করছে। এ তথ্যের ভিত্তিতে স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার ওমর আলীর নেতৃত্বে র্যাব সদস্যরা সোমবার রাত সোয়া ৮টার দিকে উক্ত এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ উক্ত ব্যক্তিকে আটক করে।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।