ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে সমন্বয়ের নামে ওই মিলের শ্রমিক-কর্মচারিদের বাদ দিয়ে অন্য মিলের শ্রমিক-কর্মচারিদের অন্তর্ভুক্তির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ওই মিলের শ্রমিক-কর্মচারীরা।
সোমবার (১৬ আগস্ট) সকাল থেকে শ্রমিক-কর্মচারিরা সমন্বয়ের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ শেষে দুপুরে মিলের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করে তারা। সমাবেশে বক্তব্য রাখেন নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারি ইউনিয়ন এর সভাপতি গোলাম কাওসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু।
সমাবেশে বক্তারা মিলের শ্রমিক-কর্মচারিদের বাদ দিয়ে বন্ধকৃত মিলের শ্রমিক-কর্মচারিদের সমন্বয়ের প্রতিবাদ জানিয়ে বলেন এধরনের সমন্বয় হলে যারা এ পর্যন্ত কাজ করে আসছে তারা কোথায় যাবে? জীবনের শেষ পর্যায়ে এসে তাদের না খেয়ে মরতে হবে। এছাড়া সমন্বয় করলে সরকারের ব্যায় বাড়বে। তাই সমন্বয় না করে যারা কাজ করছে তাদেরকে স্ব স্ব পদে নিয়োগ দেয়ার দাবি জানান বক্তারা।