ধূমকেতু প্রতিবেদক, (বিশেষ) চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে আরও ৮’শ ৫০ পরিবারের মাঝে বসুন্ধরা গ্রুপের খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।
সারা দেশে বসুন্ধরা গ্রুপের ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে ও সদর উপজেলার মহারাজপুরে সাড়ে ৪’শ ও ৪’শ পরিবারের মাঝে চাল, আটা ও ডাল বিতরণ করা হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৪’শ ৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, কালের কন্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান, কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আহসান হাবিব, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিয়োর টিভি’র প্রতিনিধি মোঃ রফিকুল আলম, ডেইলি সানের জেলা প্রতিনিধি কামাল সুকরানা, শুভ সংঘের সভাপতি ফায়জার রহমান মানি প্রমূখ।
পরে মহারাজপুর এসমা খাতুন মহাবিদ্যালয় প্রাঙ্গণে ৪’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালের কন্ঠ শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান জানান, এনিয়ে ৪ দিনে জেলায় ৩ হাজার ৮’শ ৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এদিকে পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, করোনা সংকটকালে খেটে খাওয়া মানুষ কাজ হারিয়ে ফেলে। তাদের প্রতি সরকারের পাশাপাশি বসুন্ধরা গ্রুপও সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বসুন্ধরা গ্রুপ জনকল্যাণমুখী কাজ করার জন্য তাদেও প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।