ধূমকেতু প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ চত্বরে ততকালীন বিরাধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে বিএনপি-জামায়াত জোটের গ্রেনেড হামলায় আইভি রহমানসহ অন্যান্য নিহতদের স্মরণে দোয়া-মোনাজাত ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় মধ্যবাজার দলীয় কার্যালয়ে নাচোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, ২০০৪ সালের ২১ আগস্ট ততকালীন বিরোধীদলীয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে বিএনপি সরকারের মদদে নির্মম গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়।
পরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের এর সভাপতিত্বে ও উপজেলা অওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান বাবু, নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাচোল ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, নাচোল পৌরসভার সাবেক কাউন্সিলর কাবুল হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।