ধূমকেতু প্রতিবেদক, লালপুর : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাটোরে লালপুরে মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে গোপালপুর পৌর আওয়ামী লীগের (একাংশের) উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১আগস্ট) বিকেলে গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলুর সঞ্চালনায় গোপালপুর ঐতিহাসিক কড়ইতলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের সন্তান আলহাজ্ব শামীম আহমেদ সাগর, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এস্কেন্দার মির্জা,বীর মুক্তিযোদ্ধা আজবার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুল হক মুকুল, গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার ভাদু, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান,সদস্য কামরুজ্জামান লাভলু।
আরও উপস্থিত ছিলেন, ফিরোজ আল হক ভূইঁয়া, জেলা তাঁতী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ইকবাল হোসেন রিপন, গোপালপুর পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক রমজান আলী, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, ওয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরে আলম সিদ্দিকী,লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, গোপালপুর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মুস্তাক,ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ তরঙ্গ প্রমুখ।
এর আগে, বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও তাবারক বিতরণ করা হয়েছে।