ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে কয়েকটি বিলে মাছ ধরা নিয়ে ইজারাদার ও স্থানীয় জেলেদের মাঝে চলমান দ্বন্দ্বের প্রাথমিক অবসান হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ত্রি-পক্ষীয় সমঝোতা বৈঠকে এর অবসান হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।
এসময় বক্তব্য রাখেন, স্থানীয় সাংসদ আমিনুল ইসলাম, সাবেক সাংসদ জিয়াউর রহমান,উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, গোমস্তাপুর থানার (ওসি) দিলিপ কুমার দাস, ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ ও জামালউদ্দীন, বীরমুক্তিযোদ্ধা আকতার আলী খান কচি, বিল ইজারাদার রফিক বিশ্বাসও শীশ মোহাম্মদ, মৎস্যজীবি আফসার আলী,আব্দুর রশিদ, আলমাস আলীও মজনু মিয়া প্রমূখ।
সভায় বিল নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে ৫টি বিষয়ে উভয় পক্ষ প্রাথমিক সম্মতি জ্ঞাপন করেছেন।
এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হলে বিল এলাকায় মাইকিং করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হবে বলে জানিয়েছেন সভার সমন্বয়কারী সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির।
উল্লেখ্য, রহনপুর ও রাধানগর ইউনিয়নের ছোট ও বড় বিল এবং আলীনগর ও বাঙ্গাবাড়ী ইউনিয়নের চূড়ইল বিলসহ কয়েকটি বিলে প্লাবনভূমিতে মাছ ধরা নিয়ে ইজারাদার -জেলে চলমান দ্বন্দ্বের কারণে এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।