ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী বলেছেন, তিনি সব সময় ন্যায়ের পক্ষে কাজ করবেন। কোন অন্যায়কে তিনি প্রশ্রয় দিবেন না। তিনি মাঝে মধ্যে এই রকম অন্যায় কিছু কাজ কর্ম লক্ষ্য করছেন। গাছ কর্তনের মত অন্যায়কারিদের দৃষ্টান্তমুলক শাস্তি হওয়ার দরকার বলে তিনি মনে করছেন।
স্থানীয় প্রশাসনকে অন্যায়কারি দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করার জন্য তিনি আহবান জানান।
সোমবার বিকালে উপজেলার দয়াহার গ্রামের নিরিহ কৃষক ফয়জদ্দিনের দুর্বৃত্ত কতৃক কর্তনকৃত বরই ও আমগাছ সম্বলিত মিশ্র একটি বাগান পরিদর্শনে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। এসময় চেয়ারম্যানের সামনে কৃষক ফয়জদ্দিন ও তার স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়েন। সেখানে উপস্থিত স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও গ্রামবাসীরা গরিব অসহায় ওই কৃষকের বরই বাগান কর্তনকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ, শনিবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা কৃষক ফয়জদ্দিনের লিজকৃত ১০ বিঘা জমিতে রোপনকৃত ১ হাজার ৮০০ বরই ও ৭৫০টি আম গাছ কেটে ফেলে। ফলে ওই কৃষকের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এই সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশ হলে তা দেখে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী সোমবার ওই বাগান পরিদর্শন করেন।