ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চকরঘুনাথ গ্রামের একটি পুকুরপাড় থেকে লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে চকরঘুনাথ গ্রামের শহিদ হোসেনের পুকুরের উত্তর-পূর্ব কোণে লাশটি দেখতে পান গ্রামবাসী। পরে পুলিশে সংবাদ দেওয়া হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নবজাতক ছেলে না মেয়ে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।