ধূমকেতু প্রতিবেদক, নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪১০ পিচ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাসুদ রানা (৪৩) কে আটক করেছে পুলিশের গোয়েন্দা সংস্থা ডিবি ।
পুলিশ সুপারের নির্দেশনায় এসআই মিজানুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বান্দাইখাড়া মাস্টার পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মাসুদ রানা ওই গ্রামের মৃত মানিকুল্লাহ প্রামানিকের ছেলে।
ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এদিন দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উক্ত পরিমাণ ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।