ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ইউনিয়ন পর্যায়েও প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি, জাতির পিতার সুযোগ্য কণ্যা শেখ হাসিনার জন্মদিন উৎসব ও আনন্দঘন পরিবেশে পালিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বাদ আছর উপজেলার ১নম্বর ধামইরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া শেষে তারাবক বিতরণ ও প্রধানমন্ত্রীর ৭৫ তম জন্মদিন পালনে কেক কাটা হয়। পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তনছের আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ শহীদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল লতিফ মাস্টার, ইউপি সদস্য জাকারিয়া, এনামুল হোসেন, রেহেনা পারভীন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিকুল আতিক কনক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক পাস্কায়েল হেমরম, শহিদুল ইসলাম প্রমুখ ।