ধূমকেতু প্রতিবেদক, মহাদেবপুর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে সারাদেশে একদিনে ৭৫ লাখ করোনার টিকা দেয়ার কর্মসূচি নেয়া হলেও নওগাঁর মহাদেবপুরে তা দেয়া হয়েছে ২ দিনে। ফলে জাতীয়ভাবে গৃহীত কর্মসূচির মূল লক্ষ্যই ব্যহত হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, টিকা নিতে আসা মানুষের ভীড় এড়াতে স্থানীয়ভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। টিকা নিতে আসা অনেকেই প্রথম দিন টিকা না পেয়ে ফিরে গেছেন।
প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস বলেছেন, সারাদেশে ২৮ সেপ্টেম্বর একদিনে কমপক্ষে ৭৫ লাখ টিকা দেয়া হবে। এর অতিরিক্ত মানুষ টিকা নিতে আসলেও কেউ ফিরে যাবেনা। সেই হিসেবে সারাদেশে প্রতিটি ইউনিয়নে একদিনে ১ হাজার ৫শ’ করে টিকা দেয়ার নির্দেশ দেয়া হয়। কিন্তু ওইদিন মহাদেবপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৭টিতেই দেয়া হয় ৭৫০ জন করে। বাকি ৭৫০ জনকে দেয়া হয় পরদিন। ব্যতিক্রম শুধু খাজুর, সফাপুর ও চেরাগপুর ইউনিয়ন।
খাজুর ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন ও সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু জানান, সরকারী নির্দেশনা মোতাবেক তারা একদিনেই দেড় হাজার টিকা দিয়েছেন। চেরাগপুর ইউপি সচিব অজিত কুমার বর্ম্মণ জানান মঙ্গলবার তারা ১ হাজার টিকা দিয়েছেন। পরদিন দেন বাকি ৫০০।
মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ধলু জানান, সদর ইউনিয়নে জাতীয় স্মার্ট বিতরণ কার্যক্রম চালু থাকায় একদিনের স্থলে দুই দিনে গণটিকা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এই ইউপির সচিব গোলাম রাব্বানী মল্লিক জানান, প্রথম দিন দুপুর ১টার মধ্যে ৭৫০ ডোজ টিকা দেয়া শেষ হয়। অনেকেই টিকা না পেয়ে এদিন ফিরে গেছেন।
ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র জানান, সোমবার বিকেলে উপজেলা চত্ত¡রে গণটিকাদান কর্মসূচি সফল করতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার ডাকা বৈঠকে ১০ ইউপি চেয়ারম্যান অংশ নেন। বৈঠকে একদিনের গণটিকা দুইদিনে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। ওই ইউপিতেও প্রথম দিন দুপুরেই ৭৫০ টিকাদান শেষ হয়। টিকা না পেয়ে ফিরে গেছেন অসংখ্য মানুষ।
চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মাহমুদান নবী রিপন জানান, মঙ্গলবার দুপুরেই শেষ হয় ৭৫০ টিকাদান। অনেকেই ফিরে গেছেন। একই কথা জানিয়েছেন, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, উত্তরগ্রাম ইউপি সচিব জামিল হোসেন, রাইগাঁ ইউপি সচিব শাহ্ আলম ও এনায়েতপুর ইউপি সচিব এস, এম, শাহীন আকতার।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবদুল হাকিম জানান, প্রতিটি ইউনিয়নে ৩টি করে বুথ বসানো হয়েছে। প্রতিটি বুথে ১ জন করে স্বাস্থ্য সহকারী ও ১ জন করে পরিবার পরিকল্পনা সহকারী টিকা দেয়ার কাজ করেন। প্রয়োজন হলে জনবল বাড়ানোর সক্ষমতা তাদের রয়েছে। দুপুরে টিকা দেয়া শেষ না করে সারাদিন টিকা দিতে চাইলেও দেয়া যেত বলে জানান।
নওগাঁ জেলা সিভিল সার্জন ডা: এ, বি, এম, আবু হানিফ জানান, একদিনের স্থলে দুদিনে গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নেন স্থানীয় চেয়ারম্যানরা। তাদের সহযোগিতা ছাড়া স্বাস্থ্যবিভাগ একা এই কর্মসূচি সফল করতে পারেনা। তবে এতে করে জাতীয়ভাবে গৃহীত কর্মসূচির মূল লক্ষ্য ব্যহত হয়েছে কিনা তা তিনি জানাতে পারেননি।