ধূমকেতু প্রতিবেদক, পত্নীতলা : নওগাঁর পত্নীতলায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার,সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শামসুল আলম শাহ্,ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ রাহাত প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের অফিস প্রধান সাংবাদিক ও সুধিজন।