ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : সারাদেশে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে উঠেছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীরা বিএনপির সহযোগী। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নির্দেশে সারাদেশে সম্প্রীতি সমাবেশ হচ্ছে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবুর রহমান মজনু এ সকল কথা বলেন।
রোববার ৩১ অক্টোবর বিকেল ৪ টায় স্থানীয় বাসস্ট্যান্ড সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে সম্প্রীতি সমাবেশ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানার সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবুর রহমান মজনু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান দুলু, দপ্তর সম্পাদক আল রাজী জুয়েল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা মোরশেদুল বারী,
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, মহসীন আলী, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন, মিজানুর রহমান মাছুম, মখলেছুর রহমান মিন্টু, কালিপদ, সোহেল রানা সোহাগ, মোফাজ্জল বারী, আনিছুর রহমান আলো, নিকুঞ্জ, গোলাম মোস্তফা গামা, তীর্থ সলিল রুদ্র, উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন মিলন, আরাফাত রাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন আহমেদ, সাধারণ সম্পাদক শুভ আহমেদ ও যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমুখ।