ধূমকেতু প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে অর্ধেক দামে কৃষি যন্ত্রাংশ (ধানকাটা মেশিন) বিতরণ করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা কৃষি অফিস থেকে এ ধানকাটা মেশিন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা আমির আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান, উপজেলা সমবায় অফিসার রুহুল আমীন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রবিউল ইসলাম, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সফিউল হক প্রমূখ।
উপজেলা কৃষি কর্মকর্তা আমির আব্দুল্লাহ ওয়াহিদুজ্জামান বলেন, সম্বনিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকিকরন প্রকল্পে কোম্বাইন হারবেস্টার (ধানকাটার) মেশিন উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে কৃষক ইকবাল হোসেনকে এ মেশিন দেওয়া হয়েছে।
উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ বলেন, মেশিনটির কোম্পানী মুল্য ৩১ লাখ টাকা। কৃষিবান্ধব সরকার ১৫ লাখ টাকা কৃষি ভর্তুকি হিসেবে ওই কৃষককে সহায়তা দিয়েছেন। এলাকায় এ ধানকাটা মেশিনটি নিয়ে আসায় কৃষক পরিবারটি যেমন লাভবান হবেন, তেমনি এই এলাকায় শ্রমিক সংকট থেকে রক্ষা পাবেন। প্রতি বছর শ্রমিক সংকটের কারনে কৃষকরা ধান কাটতে বড় ধরনের সমস্যায় পড়তেন। আশাকরি এখন এ সমস্যাটি আর হবে না।