ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও মাদক সেবন করার অপরাধে ৬ জনকে আটক করেছে লালপুর থানা পুলিশ।
লালপুর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতভর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে (১৭ নভেম্বর) বুধবার লালপুর থানায় নিয়মিত মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, স্বপন (২৮) মোখলেছুর রহমান (৪০), তারেক রহমান ওরফে তারেক (২৮), সুজন আলী (২২), রায়হান আলী (২৪), শাদ আলী (২৬)
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।