ধূমকেতু নিউজ ডেস্ক : অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইলের কারাগারগুলোতে নজিরবিহীন দমন-পীড়ন চলার পরিপ্রেক্ষিতে এসব কারাগারে আগুন লাগিয়ে দেয়ার পরিকল্পনা করছেন ফিলিস্তিনি বন্দীরা।
ফিলিস্তিনের আল-আসিরা মুভমেন্ট নামের একটি মানবাধিকার সংগঠন এই তথ্য দিয়েছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বাইরের লোকজনের দেখাসাক্ষাতের সময় কমিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ এবং একসঙ্গে সাক্ষাৎকারী ব্যক্তির সংখ্যাও কমানো হয়েছে।
সংগঠনটি বলেছে, “দখলদার ইসরাইলের বিরুদ্ধে আমাদের লড়াই থেমে যায় নি এবং কারাগারের ভেতরেও থেমে থাকবে না। ফিলিস্তিনি ইস্যুতে আমদের জনগণের সবাইকে লড়াইসহ সমস্ত কার্যক্রমে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।”
আগামীকাল শুক্রবারের জুমার খোতাবায় ইমামদেরকে ফিলিস্তিনি বন্দী ও তাদের দুর্ভোগের বিষয়টি উল্লেখ করার অনুরোধ জানিয়েছে আল-আসিরা মুভমেন্ট।