ধূমকেতু নিউজ ডেস্ক : ডিসেম্বরের ১১ তারিখ থেকে আমেরিকানদের করোনা টিকা দেয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের করোনা টিকা কর্মসূচির প্রধান।
রোববার সরকারের করোনা টিকা প্রকল্পের প্রধান মনসেফ স্লাউই এ তথ্য জানিয়েছেন। দেশটিতে করোনার প্রকোপ বৃদ্ধির পরেই এই মন্তব্য এসেছে।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমাদের পরিকল্পনা হচ্ছে, অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে টিকাদান কেন্দ্রগুলোতে এগুলো পাঠানোর সক্ষমতা অর্জন।’
স্লাউই বলেন, ‘তাই আমি আশা করছি অনুমোদন পাওয়ার দ্বিতীয় দিন, ১১ বা ১২ ডিসেম্বর’ থেকে এটি দেওয়া শুরু হবে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, টিকার অনুমোদনের ব্যাপারে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের ওষুধ ও খাদ্য প্রশাসন ৮ থেকে ১০ ডিসেম্বর বৈঠকে বসবেন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে ১২ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া এখন পর্যন্ত ২ লাখ ৫৫ হাজার মানুষ করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছেন।