ধূমকেতু নিউজ ডেস্ক : ব্রাজিলের একটি অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে করে বিমানটিতে ৬২ জন ছিলেন। বাংলাদেশ সময় শুক্রবার (৯ আগস্ট) রাতে সাড়ে ১১টার পর সাও পাওলোতে বিমান বিধ্বস্ত হওয়ার এই খবর জানিয়েছে বিবিসি।
শুরুতে যাত্রী সংখ্যা বলা হয় ৬১ জন। পরে গতকাল শনিবার এ সংখ্যা সংশোধন করে বলা হয় বিমানটিতে ৬২ জন যাত্রী ছিল। তাদের মধ্যে কেউ বেঁচে নেই। ভোপাস এয়ারলাইন্স জানিয়েছে, এটিআর ৭২-৫০০ মডেলের বিমানটিতে ৫৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে আকাশে কয়েকবার ঘুরছিল। পরে এটি মাটিতে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলেও বাসিন্দারের কেউ মারা যায়নি। কর্তৃপক্ষ জানিয়ে বিমানটি বিধ্বস্তের কারণে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে সাও পাওলো রাজ্য জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে তারা মরদেহগুলো উদ্ধার করেছে। এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ২৮ জন নারী। তাদের ময়না তদন্তের জন্য পুলিশ এসব লাশ মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পরই এসব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে। এছাড়া নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :
ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew