ধূমকেতু নিউজ ডেস্ক : শুরুতে গর্তটা ছিল খুবই ছোট। মাত্র পাঁচ মিটার প্রশস্ত সাধারণ এক গর্ত। কিন্তু রাতরাতি সেটা দাবনীয় রূপ নিয়ে উদরস্থ করেছে প্রায় ৭০ হাজার বর্গফুট কৃষি জমি। হুমকির মুখে পড়েছে পাশে থাকা বাড়িঘরও।
দানবীয় এই গর্তের জন্ম মেক্সিকোর পুয়েবলা রাজ্যে।
গত সপ্তাহে গর্তটি প্রথমবারের মতো নজরে আসার পর সরকারি কর্মকর্তারা জায়গাটি পরিদর্শন করেছেন। নিরাপত্তার জন্য আশেপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
প্রথমে দর্শনে গর্তটিকে কোনো মহাকাশযানের সংর্ঘষে তৈরি বলে মনে হচ্ছে। যদি মাটির নিচ থেকে পানি উত্তোলনের ফলে এই বিশাল গর্ত সৃষ্টি হয়েছে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ব্যাপারে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্টের নিচের অংশ যখন উপরের অংশকে ধরে রাখতে পারে না তখন এ ধরনের গর্ত সৃষ্টি হয়।
তবে কেন বিশাল এই গর্তটি সৃষ্টি হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। সরকার এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করেছে।