ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ টি সহযোগি সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ নভেম্বর) বিকেলে পলাশ উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের মাঠ পরিনত হয় জনসমাবেশে।
আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী কমলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাইদুল ইসলামের সঞ্চালনায় জাতীয় কৃষক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের আড়ানগর ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আজাহার আলী, সহ সভাপতি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, খাজা ময়েন উদ্দিন, যুবলীগের সভাপতি জাবিদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আনজুআরা বেগম, সম্পাদক আরজিনা খাতুন।
আরও বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান সাবু, সম্পাদক জাভেদ নওরোজ আলমগীর, কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান জাহিদ, সম্পাদক জহুরুল হক, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, শ্রমিক লীগের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক আনোয়ার হোসেন আনাজি, ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু প্রমুখ।
সন্ধার পরে ২য় অধিবেশনে আড়ানগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক জাহিদুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী বেবী খাতুন ও সম্পাদক আনজুয়ারা খাতুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপদি মিঠুন হোসেন, ও সম্পাদক রবিউল ইসলাম এবং শ্রমিকলীগের সভাপতি আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক পদে রবিউল ইসলাম নির্বাচিত হন।
নির্বাচিত ৪টি সহযোগি সংগঠনের সভাপতি-সম্পাদক ও আড়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আগামী জাতীয় নির্বাচনে সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে সাথে নিয়ে নৌকার বিজয়ের লক্ষে কাজ করার নির্দেশনা প্রদান করেন এমপি শহীদুজ্জামান সরকার।