ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোর উপজেলার ৭ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ প্রার্থী ৩৩৩ জন।
এর মধ্যে চেয়ারম্যান পদে ২৮ জন, সংরক্ষিত আসনে ৬৮ জন এবং সদস্য পদে ২শ’ ৩৭ জন। ৭টি ইউপির ৬৩ টি ওয়ার্ডে ভোট কেন্দ্র ৬৮টি।
প্রতীক বরাদ্ধের দিন বুধবার ২৭ অক্টোবর দুপুর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় পোস্টার লাগানোর পাশাপাশি নির্বাচনী প্রচারনা শুরু করেছেন।
তানোর উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, আজ বুধবার ২৭ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। তিনি বলেন, নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য সকল প্রার্থীদের প্রতি উদার্থ আহবান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, আগামী ১১ নভেম্বর তানোর উপজেলার ৭ টি ইউপির ভোট গ্রহন সুষ্ঠ ও অবাধ নিরোপেক্ষ নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হচ্ছে। আচরণ বিধি লঙ্গনের অভিযোগ পেলে তৎক্ষনাৎ ব্যবস্থা নেয়া হবে।