ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল মালেকের ঋণ খেলাপীর কারণে বাছাইয়ের দিনে প্রার্থীতা বাতিল করা হয়েছিলো।
এনিয়ে প্রার্থী আব্দুল মালেক তার সমদয় ঋণ পরিষদ করে জেলা নির্বাচন অফিসে আপিল করেন। জেলা নির্বাচন অফিস আপিল শোনানীতেও তার প্রার্থীতা বাতিল করেন।
এ বিয়ষে নৌকার চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক হাই কোর্টে রিট করলে হাইকোর্ট তার প্রার্থী বহাল রাখেন। পরে বিরোধীতা করে মটরসাইকেলের প্রার্থী আওয়ামী লীগ নেতা হাই কোর্টে আপিল করেন।
সোমবার হাইকোর্ট আব্দুল মালেকের প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। কিন্তু এরই মধ্যে ব্যালটে নৌকার প্রার্থীর প্রতিক থাকলেও হাই কোর্টের আদেশে নৌকার প্রার্থীতা বাতির ঘোষণা করায় সরনজাই ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাচন অফিসার গোলাম মোস্তফা বলেন, নৌকার প্রার্থীর প্রার্থীতা জটিলতায় সরনজাই ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের মৌখিক নির্দেশে সরনজাই ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, ১১ নভেম্বর তানোর উপজেলার ৭ টি ইউপি ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশন। ফলে, ৬টি ইউপিতে আগামীকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার ভোট গ্রহণ হবে।