ধূমকেতু প্রতিবেদক : ৫ম কাজীহাটা প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ৭.৩০ মিনিটে নগরীর নানকিং দরবার হলে ব্লাক প্যান্থার টিমের জার্সি উন্মোচন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কাজীহাটা প্রিমিয়ার লীগের সভাপতি রইস উদ্দিন আহমেদ বাবু, রাজশাহী সিটি কর্পোরেশনের ৩নং জোনের মহিলা ওয়ার্ড কাউন্সিলর মুসলেমা বেগম বেলি, বিশিষ্ট ব্যবসায়ী জানে আলম খান জনি, রাজশাহী ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ।
খেলায়ারবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শ্যামল, সাদি, মামুন, টেটো, তন্ময়, আলী, রাহেল, অংকন, তারিক, সুমন, বুলবুল ইসলাম ও ফারুক।