ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় পোলটি খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ী মোক্তার আলী (৪৫) মারা গেছে।
রোববার (২৬ জুন) দুপুর সোয়া ১ টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর সেখানেই মারা যান তিনি। মোক্তার আলী বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওই গ্রামের বাসিন্দা ও জাতীয় পার্টির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন জানান, বিকেল সাড়ে ৫টায় রামেক হাসপাতাল থেকে তার মরদেহ বাড়িতে আনা হয়।
মোক্তার আলীর বড় ভাই এজাহার আলী জানান, রোববার (২৬ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে নিজ পোলটি খামারে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে পড়ে যায়। সজ্ঞাহীন অবস্থায় তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বিষয়টি অবগত হয়েছি। এ ব্যাপারে রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।