ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও মরহুমা জাহানারা জামানের কবর জিয়ারত করেছেন তাঁদের সুযোগ্যপুত্র বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
শুক্রবার (২৯ জুলাই) জুম্মার নামাজ শেষে কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে পিতা ও মাতার কবর জিয়ারত করেন সিটি মেয়র।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা মুহাঃ বারকুল্লাহ বিন দুরুল হুদা।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ রাজিব সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।