ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে মাহাত্মা গান্ধীর আদর্শকে কেন্দ্র করে ভারতীয় সহকারী হাই কমিশনারের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা (Cleanliness) কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার (১৪ জানুয়ারী) বেলা ১১ টায় নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় উক্ত কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে নেতৃত্ব প্রদান করেন ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার।
এছাড়াও রাজশাহী নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভারতীয় শিক্ষার্থীরা এবং ভারতীয় হাই কমিশন অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সহকারী হাই কমিশনার বলেন, একটি অঞ্চলের সৌন্দর্য্য নির্ভর করে সেই অঞ্চলের পরিবেশের উপর। রাজশাহী মহানগরী এমনিতেই পরিস্কার পরিচ্ছন্ন নগরী। আর এই নগরীকে আরও সুন্দর করতে পারে তরুণ প্রজন্ম ।
তাদের সকলের ব্যক্তি অংশগ্রহণ ও সচেতনতার মাধ্যমে শহরে যেখানে সেখানে ময়লা আবর্জনা যেন ফেলা না হয় সেই বিষয়ে সচেতনতা ক্যাম্পেইন করা। একই সাথে রাস্তার মোড়ে মোড়ে নিদিষ্ট কিছু স্থান ও ডাস্টবিন রাখা যেখানে সকলে পরিত্যক্ত ময়লা আবর্জনা ফেলবে। এতে করে পরিবেশ সুন্দর হবে ও সেই এলাকার মানুষও সুস্থ থাকবে।
বর্তমানে রাজশাহীর তরুণদের ভূমিকা কি হতে পারে প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজশাহীর তরুণদের মাঝে সচেতনা বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ ও সুস্থ্য নগরী গঠন সম্ভব। শুধু ইচ্ছা ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এক হয়ে ব্যক্তি উদ্দ্যোগে সচেতনতার সাথে যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে সেটি ফেললে শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব ও তাদের ছোট ছোট উদ্দ্যোগে বিভিন্ন এলাকায় এই কার্যক্রম করলে সকলে সচেতন হবে।
মহাত্মা গান্ধী বিশ্বাস করতেন, সমাজের উন্নয়ন ফুটে ওঠে পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যে। এ জন্য পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন। এ ভাবনার অংশ হিসেবে রাজশাহীতেও পরিচ্ছন্নতা (Cleanliness) কার্যক্রম অনুষ্ঠিত হয়।