ধূমকেতু প্রতিবেদক : প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল রাজশাহী জেলার তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ করেছেন সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ্যাড. আদিবা আনজুম মিতা এমপি।
রোববার (১৫ জানুয়ারি) সকাল থেকে উপজেলার তালন্দ, চান্দুরিয়া, পাঁচন্দর ও কলমা ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও প্রতিবন্ধীদের মাঝে এ ২৫০ কম্বল বিতরণ করেন তিনি।
কম্বল বিতরণকালে আদিবা আনজুম মিতা এমপি বলেন, বিএনপির আমলে আপনার তেমন সুবিধা পাননি, কিন্তু বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের কষ্টের কথা চিন্তা করে তার ত্রাণ তহবিল হতে অসংখ্য মানুষের মাঝে অনুদান দিয়ে যাচ্ছেন। শীতে আপনার কষ্টের কথা চিন্তা করে এ শীতবস্ত্র কম্বল আমার মাধ্যমে আপনাদের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন আর আগামীতে অবশ্যই নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়ন করতে সহোযোগিতা করবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার চান্দুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান, তালন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, পাঁচন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিসহ আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।