ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা পূর্ব শত্রুতার জেরে জেলেখা বেওয়া (৫০) নামে এক বিধাব নারীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার মৌগাছী ইউনিয়নের খয়রা গ্রামে। এ ঘটনায় জেলেখার বোন জামাই আব্দুল করিম বাদী হয়ে ৪ জনকে আসামী করে মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর সকাল আনুমানিক ১০ টার দিকে মৃত সৈয়দ আলী সরকারের ছেলে ফারুক হোসেন (৩৬) ফারুক হোসেনের স্ত্রী রুমা বেগম (২৪) জালাল উদ্দিন ও রত্না খাতুন দলবদ্ধ হয়ে হাতে লোহার রড, হাসুয়া ও বাঁশের লাঠি নিয়ে জেলেখার বেওয়ার বাড়ীতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় লালিগালাজ করিতে থাকিলে জেলেখা বেওয়া তাদের গালমন্দ করিতে নিষেধ করিলে জালাল উদ্দিনের হুকুমে রুমা বেগম ও রত্না খাতুন জেলেখার চুলের মুঠি ধরিয়া টানাহেচড়া করি মাটিতে ফেলে এলাপাথারিভাবে কিল-ঘুষি,লাথি মারিয়া মাটিতে ফেলে দেয়। ওই সময় ফারুক হোসেন হাতে থাকা হাসুয়া দিয়ে তার মাথায় কোপ মারিয়া মাথায় কাটা রক্তাক্ত জখম করে পরনের কাপড় ছিড়ে শ্লীলতাহানী করে। জেলেখার ডাকচিৎকারে তার ছোট বোন ফুরফুরি বেগম আগাইয়া আসিলে তাকেও মারপিট করে জখম করে। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা আগাইয়া আসিলে ফারুকসহ বাকিরা পালিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসার জন্য ভর্তি করে।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, আসামীদের গ্রেপ্তারে জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।