ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত রাজ-৭৫ নামক একটি সংগঠন রুয়েটের ৬ জন অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির টাকা প্রদান করেছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় প্রশাসনিক ভবনের ২১৭ নং কক্ষে বিভিন্ন বিভাগের ০৬ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে রাজ-৭৫ এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তির টাকা তুলে দেয়া হয়।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রুয়েটের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. ইমদাদুল হক, রেজিস্ট্রার অধ্যাপক ড. সেলিম হোসেন, ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী ও যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. রফিকুল আলম বেগ, ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী কাজী আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজ-৭৫ এর সাধারণ সম্পাদক প্রকৌশলী আমিনুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী সৈয়দ হাসান ইমাম ফিরোজ, প্রকৌশলী ওয়াহিদ আজহার দুখু, প্রকৌশলী সাব্বির সুলতান সহ বিভিন্ন দপ্তর প্রধান, বিভাগ প্রধান, শাখা প্রধানবৃন্দ, বিভিন্ন সিরিজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ, বিশিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ ।
উল্লেখ্য যে, রুয়েটের (তৎকালীন রাজশাহী প্রকৌশল মহাবিদ্যালয়) ৭৫ সিরিজের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত রাজ-৭৫ নামক সংগঠনটি রুয়েটের অস্বচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের প্রতি বছর ২ লক্ষ ১৬ হাজার টাকা মেধা বৃত্তি প্রদান করবে।
রাজ-৭৫ সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতে এই বৃত্তির অর্থের পরিমান এবং বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ানো হবে।