ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমানের মাতা রিজিয়া বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের পুনরায় নির্বাচিত মেয়র এএইএম খায়রুজ্জামান লিটন।
বুধবার (১২ জুলাই) এক শোক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় পুনঃনির্বাচিত মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১১ জুলাই) রাত পৌনে ৯টায় নিজ বাসভবনে রিজিয়া বেগম ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯৬ বছর। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ২ মেয়েসহ সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।