ধূমকেতু প্রতিবেদক, মচমইল : রাজশাহীতে আমরা বাগমারাবাসীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) রাজশাহীর পদ্মাপাড়ে সীমান্ত নোঙর এ আমরা বাগমারাবাসীর সভাপতি মোহনগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল লতিফ তরফদারের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
আমরা বাগমারাবাসীর সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক এস,এম, শফিকুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, এ্যাড. লোকমান আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এ্যানিমেল সাইন্স বিভাগের ডীন ড. জালাল উদ্দীন সরকার, ফিসারিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, অধ্যক্ষ এস.এম. মাহাবুবুর রহমান, জিয়াউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে আমরা বাগমারাবাসী সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।