ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে বুধবার (১৮ অক্টোবর) বিকালে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্রের জন্মদিনের কেক কাটা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের শোভাযাত্রা উপলক্ষে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। পরে সর্ববৃহৎ প্রায় ৫০০০ মোটরসাইকেল নিয়ে উপজেলার বিভিন্ন পয়েন্টে ঘুরে দলীয় কার্যালয়ে এসে শোভাযাত্রা শেষ হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড আব্দুস সালাম।
প্রধান অতিথি ছিলেন, পবা-মোহনপুর-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এমপি। তিনি বলেন, দেশে আজ এত উন্নয়ন, আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল বলেই সম্ভব হয়েছে। বিএনপি, জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যেকে সবাইকে এক হয়ে রুখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, জেলা পরিষদের সদস্য দিলীপ কুমার সরকার তপন, রুস্তম আলী, মুরাদুল ইসলাম মুরাদ, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদ, যুবলীগের সভাপতি ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. শাহিন শাহ, কৃষকলীগের মহসিন আলী।
আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসরাফিল হোসেন সরকার রনি, সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, মহিলা আওয়ামী লীগের সভাপতি ডলি আক্তার, যুব মহিলা লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, কেশরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি সাহেদুজ্জামান মুক্তা, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আজাহারুল ইসলাম বাবলু।
এছাড়াও বাবলু হোসেন, আল-আমিন বিশ্বাস, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, হযরত আলী,ছাত্র লীগের সাধারণ সম্পাদক মুরশেদ আলী খানসহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, ওর্য়াড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসভার সকলেই পবা-মোহনপুরে তৃতীয় বারের মত আবারও এমপি হিসাবে দেখতে চায় আয়েন উদ্দিনকে।