ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর মোহনপুর রাজশাহীর আয়োজনে বুধবার (১ নভেম্বর) বেলা ১১ টার সময় জাতীয় যুব দবিস উপলক্ষে ‘স্মার্ট যুব সমৃদ্ধি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বর থেকে যুব র্যালী হয়।
পরে উপজেলা হল রুমে আলোচনা সভা সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রোকনুজ্জামান তালুকদার।
প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা অফিসার ইমাম হোসেন শামীম, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা, পল্লী উন্নয়ন কর্মকর্তা যেবানুর রহমান প্রমুখ।